ফরিদগঞ্জে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার সমাপণীতে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন পরাধীন মুক্ত বাংলাদেশ -জাহিদুল ইসলাম রােমান


ফরিদগঞ্জ ব্যুরো: সারা দেশের ন্যায় ফরিদগঞ্জ  উপজেলা প্রশানের আয়োজনে ১৭ মার্চ থেকে ২৩ ই মার্চ সপ্তাহে ব্যাপী চলছে  স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব মেলা। ২৩ মার্চ বিকেলে মেলার সমাপণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার শিউলি হরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান। তিনি তার বক্তব্যে বলেন  দেশ ও জাতির পরম সৌভাগ্যের বছর, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ফরিদগঞ্জে উদযাপিত হয়েছে  মুক্তির উৎসব মেলা ও সুবর্ণ জয়ন্তী। বঙ্গবন্ধু নেতৃত্বে  পাকিস্তান থেকে মুক্ত করে আমাদের দিয়েছেন স্বাধীনতা  আমরা পেয়েছি একটি লাল সবুজের দেশ। তিনি আমাদের পরাধীন মুক্ত বাংলাদেশ আর তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন ষােল কােটি বাঙ্গালীকে অর্থনৈতিক মুক্তি। যার ফলে,  ফরিদগঞ্জে যত উন্নয়ন হয়েছে তার কৃতিত্ব আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি রাষ্ট্রক্ষমতায় থাকার কারণে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জের বিভিন্ন  সড়কের উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ফলে আজ ঘরে ঘরে বিদ্যুৎ। মানুষের জীবনযাত্রার উন্নয়ন হয়েছে।সকল উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর অবদান রয়েছে।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম,সাবেক ডেপুটি কমান্ডার আলী আহমেদ , প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান। এসময় উপস্হিত ছিলেন সরকারি কর্মকর্তা রাজনৈতিক, সাংবাদিকবৃন্দ প্রমুখ।উল্লেখ্য ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলছে এ মেলা। এছাড়া বঙ্গবন্ধুকে নতুন প্রজম্মের কাছে তুলে ধরতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও প্রবীণ মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ।


এ উপলক্ষ্যে মেলায় আগত দর্শনার্থীরা প্রতিদিনই উপভোগ করছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।ছবি ক্যাপশান: ফরিদগঞ্জে মুক্তির উৎসব মেলার সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *