
গাজী মমিন:
চাঁদপুরের ফরিদগঞ্জে এক ইটভাটাকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩১ জানুয়ারী সোমবার বিকেলে উপজেলার গাজীপুর এলাকায় মেসার্স মাহবুব ব্রিকফিল্ডকে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর অনুসারে ওই ইটভাটাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করে আদায় করা হয়।
মোবাইল কোর্টে সহায়তা করেন, ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বরকত উল্যাহসহ সঙীয় ফোর্স।
বিষয়টি নিয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি জানান, শুধু ইটভাটা কেন যেখানে অন্যায়, অনিয়ম সেখানেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আর করোনা যেহেতু এখন প্রকট আকার ধারণ করেছে তাই স্বাস্থ্যবিধির মানার বিষয়ে সকলকে আন্তরিক ও যত্নবান হতে হবে।