ফরিদগঞ্জে মাদকসহ দুই যুবক আটক

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে ৪ কেজি গাঁজা সহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) গভীর রাতে উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশের দেয়া তথ্যসূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে, উপপুলিশ পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম, নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম হাঁসা আইলের রাস্তা নামক স্থানে অভিযান চালায়। এই সময় ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার মো. নাছির হালদারের ছেলে মো. শরীফ হোসেন ও একই গ্রামের মো. ইউসুফ গাজীর ছেলে মো. শাকিল (২২) ওরপে শাকিবকে ৪ কেজি গাঁজাসহ আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, আটককৃতদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদলতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *