
আমান উল্লাহ খাঁন ফারাবী:
ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের নবাগত চেয়ারম্যান আবু তাহের আবু পাটওয়ারী ও সদস্য রায়হানুল কবির সায়মিনকে ৭ জানুয়ারী (শুক্রবার) সন্ধায় লায়ন আল-আমিন ও ভওয়াল এলাকা বাসির পক্ষ থেকে পূর্ব ভাওয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে সংবর্ধনার দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে লায়ন আল-আমিন সভাপতিত্বে ও সাখাওয়াত হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের নবাগত চেয়ারম্যান আবু তাহের আবু পাটওয়ারী। প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি জনগনের কাছে গিয়ে ভোট চাইতে পারি নাই, আমার ইউনিয়নের জনগনের কাছে যাওয়া আমার সম্ভব ছিল না, তার কারন হয়তো আপনারা জানেন। আমার এলাকার মা-বোন ও আমার ভোটার ভাইয়েরা আমাকে তার পরেও ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তারা আমাকে মনে রেখেছে, তাদের ভোটে আমি বিজয় হয়েছি।
তবে আমার একটা কথা, সকলের উদ্দেশ্যে, আপনাদের ভোটে আমি বিজয় হয়েছি, আপনাদের যেজোন প্রয়োজনে আমাকে পাশে পাবেন। কিন্তু আমার কাছে কেউ কোন অন্যায় আবদার নিয়ে আসবেন না। কারন, আমি এর আগে যখন চেয়ারম্যান ছিলাম, তখন যারা দেখেন, তারা হয়তো জানেন। আমি কোন অন্যায়ের কাছে মাথা নত করি না।
সভাপতি তার বক্তব্যে বলেন, আমি নবাগত চেয়ারম্যান আবু তাহের পাটওয়ারীর কাছে একটা অনুরোধ রাখবো, উনি এইউনিয়নের সকল স্থান থেকে মাদক ও ইভটিজিং মুক্ত করুন। আমরা একটা সুন্দর সমাজে বসবাস করতে চাই। আশা করি তা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, বিএনপিনেতা আপু ভূঁইয়া, ঢাকা বাঙলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, কলাবাগান থানা সেচ্ছাসেবক দলের সদস্য জসিম সর্দার ডেইজি, উপজেলা সেচ্ছাসেবকদলের মুসলিম সর্দার,
ইউনিয়ন যুবদলনেতা সাইফুল ইসলাম নিশান, ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি সোহেল, সাবেক যুগ্ম সম্পাদক, কাউছার হোসেন বাবলু, রাশেদ খান।
মুজিবুর রহমান পাটওয়ারী, আনাউল্ল্যা মাস্টার, তাফাজ্জল মিজি, খোকন মিজি, ফারুক বেপারী, নজরুল, টিপু, জয়নাল মিজি, ইসমাইল মিজি, আলমগীর মিজি, ফরিদ পাটওয়ারী, আলগীর, ছোবান পাটওয়ারী, সোহাগ হোসেন, মেহেদী সাদ্দাম, হাফেজ মজিবুর রহমান, নেচার আহম্মদ বেপারী, খোরশেদ বেপারী, আব্দুল কুদ্দস।