
আমান উল্লাহ খাঁন ফারাবী:
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের আসৎকুয়ারী গ্রামের আন-নূর জামে মসজিদের জন্য টিন প্রদান করেন লায়ন আল-আমিন ফাউন্ডেশন।
১২ ডিসেম্বর (রবিবার) সাংবাদিক আমান উল্লাহ খাঁন ফারাবী মাধ্যমে আন-নূর জামে মসজিদের আহŸায়ক কমিটির কাছে ৯ ফ্রটি টিন ২৮ পিস এবং ৬ ফ্রটি টিন ৩০ পিস-সহ চালের তুলি পৌঁছে দেন লায়ন আল-আমিন ফাউনাডেশন। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তি যোদ্ধা সামছুল আলম বিডিয়ার, মসজিদ মোতাওয়াল্লি মো: আব্দুল মান্নান, তাপু গাজি, ফারুক দর্জি, খোকা মিজি, মসজিদ কমিটির সদস্য ওমর ফারুক উজ্জল, সেলিম জমাদার, মেম্বার প্রার্থী আব্দুর রহমার খান লিটন, ইব্রাহিম গাজি, তানজীল, আমান প্রমূখ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা লায়ন আল- আমিন বলেন, আমি ইতি পূর্বে জান্তে পারি আমার নিজ উপজেলা ফরিদগঞ্জ পাইকপাড়া উত্তর ইউনিয়নে আসৎকুয়ারী গ্রামের একটি নতুন মসজিদ টিন দিয়ে নির্মানের কথা। এসময় আমি সাংবাদিক আমান উল্লাহ খাঁন ফারাবীর মাধ্যমে মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি, এবং টিন দিয়ে নির্মিত মসজিদের চালের সকল টিন ব্যবস্থা করে দেই। তিনি আরো বলেন, আমি সমসময়ে চেষ্টা করি, মসজিদ, মাদ্রাসা, গরীব, অসহায় ও দুস্থ্যদের সাহায্য সহযোগিতা করার। লায়ন আল-আমিন ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকেই ধর্মীয় প্রতিষ্ঠানসহ সমাজের গরীব, অসহায় ও দুস্থ্যদের জন্য কাজ করে আসছে, আগামিতেও আমাদের এসকল কার্যক্রম অব্যাহতি থাকবে।
উল্লেখ্য: লায়ন আল-আমিন ফাউন্ডেশনের কার্যালয় ঢাকা মতিজিলে অবস্থিত। ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আল-আমিন চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাঁশারা গ্রামের কৃতিসন্তান।