
জাকির হোসেন সাইদ’র জানাযা সম্পন্ন
স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক জাকির হোসেন সইদ পাটওয়ারীর জানাযা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর (শনিবার) সকাল ৯ টা ৩০ ঘটিকার সময় ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সামনে ১ম জানাযা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ পৌর মেয়র ও ফরিদগঞ্জ আওয়ামীলীগের সভাতপি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ আহাম্মদ রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল পাটওয়ারী, অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন, চাঁদপুর সাবেক সভাতপি শরীফ চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাব সিনিয়র সভাপতি মামুনুর রশিদ পাঠান, মানিক পাঠান, মহিউদ্দিন, মশিউর রহমান মনা, সাবেক সভাতপি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রাবির চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, আওয়ামীলীগ নেতা কামরুল সাউত, সাংবাদিক নাছির উদ্দিন, আমান উল্লাহ আমান, আনিছুর রহমান সুজন, নুরুল ইসলাম ফরহাদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শরীফ আহাম্মদ, মাইটিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন বেলাল, জসিম উদ্দিন মিজি, আবুহেন মোস্তাফা কামাল, শিমুল হাছান, ইকবাল হোসেন, জসিদ উদ্দিন, রুহুল আমিন খাঁন স্বপন, আমান উল্লাহ খান ফারাবী, মমিন গাজী, আবুস সালাম, নারায়ন রবিদাস, বারাকত উল্লাহ পাটওয়ারী, আক্তার হোসেনসহ ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন, জানাযার নামাজ পড়ান, ফরিদগঞ্জ কামিল মাদ্রাসার পেন্সিপল ড. মাহবুবুর রহমান।
প্রথম জানাযা সম্পন্ন হওয়ার পরে দ্বিতীয় জানাযা পূর্ব কাউনিয়া তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযার পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জাকির হোসেন সাইদ, ব্রেইনস্ট্রোক করে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
জাকির হোসেন সাইদ সাংবাদিক হিসেবে দায়ীত্ব পালন করেন, দৈনিক নিউজ টু ডে, দৈনিক প্রতিদিনের সংবাদ, ও দৈনিক চাঁদপুর প্রতিদিন এর ফরিদগঞ্জ উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন এবং দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার কয়েক বছর অফিস প্রধান এর দায়িত্ব পালন করেছিলেন। একই সাথে দৈনিক দিনকাল এর ফরিদগঞ্জ প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন, ফরিদগঞ্জ বাজারে পাটওয়ারী ডিপার্টমেন্টাল স্টোর এর স্বত্ত্বাধিকারী।
এছাড়া ফরিদগঞ্জ প্রেসক্লাব এর সহ-সভাপতি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, ফরিদগঞ্জ উপজেলার সাবেক পরিচালক, উপজেলা বি.আর.ডি.বি কেন্দ্রীয় সমবায় সমিতি)’র সদস্য ছিলেন।