সোনাপুর জামে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হোসেন-সাধারণ সম্পাদক আবদুল খালেক

মোঃ রুহুল আমিনঃ চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঐতিহাসিক সোনাপুর জামে মসজিদ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর (শুক্রবার) বাদ জুমায় পূর্ব ঘোষণা মোতাবেক উপস্থিত মুসল্লীদের প্রত্যক্ষ ব্যালট ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসাবে মোহাম্মদ আবুল হোসেন পাটওয়ারী লাভলু এবং সাধারণ সম্পাদক মোঃ আবদুল খালেক নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, শাহরাস্তি উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মনিরুজ্জামান।

প্রসঙ্গত উল্লেখ্য যে, উক্ত নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আবুল হোসেন পাটোয়ারী লাভলু ও মোঃ আবদুর রহিম এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুল খালেক ও মোঃ আবুল কাসেম প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আবুল হোসেন পাটোয়ারী লাভলু ৮৭ ভোট ও মোঃ আবদুর রহিম মজুমদার ৭২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুল খালেক ৮৩ ভোট ও মোঃ আবুল কাসেম মিয়াজী ৭৭ ভোট পান। মোহাম্মদ আবুল হোসেন পাটোয়ারী লাভলু ৮৭ ভোট এবং মোঃ আবদুল খালেক ৮৩ সর্বোচ্চ ভোট পেয়ে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এই নির্বাচনে মোট ২২০ জন ভোটারের মধ্যে ১৬২ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। ৩টি ভোট নিয়ম মাফিক না হওয়ায় নির্বাচন কমিশন তা বাতিল বলে ঘোষণা করে।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যেদিয়ে ঐতিহাসিক সোনাপুর জামে মসজিদ ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মসজিদ কমিটির উপদেষ্টাবৃন্দ সার্বিকভাবে সহায়তা প্রদান করে।

উল্লেখ্য, মসজিদ কমিটির এই নির্বাচনে সার্বিক সমন্বয় করেন, মসজিদের মোতাওয়াল্লী মোঃ শাহজাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *