আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস

মামুন হোসাইনঃ চাঁদপুর, ফরিদগঞ্জ মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধের প্রচন্ড প্রতিরোধের মুখে পাকিস্তান বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রচন্ড প্রতিরোধের মুখে তারা সর্বশেষ এই দিন উপজেলা ভাটিয়ালপুর চৌরাস্তা নামক স্থানে মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পড়েন। সেখান থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনী সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পিছু হটে। এই সময় পাকবাহিনীর গুলিতে বেশ কয়েকজন সাধারণ মানুষ মৃত্যুবরণ করে। এ দিকে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র মানুষের স্মৃতি স্মরণে ১৯৯৫ সালে ফরিদগঞ্জ উপজেলা সদরে শহীদ স্মৃতি স্তম্ভ নির্মান করেন মুক্তিযুদ্ধের ৮নং সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী। প্রতি বছর এদিনে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন এখানে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *