
ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ থানা পুলিশ ১০১ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ জুয়েল হোসেন(৩০) ও জসিম উদ্দিন বেপারি(৩৫) নামে দুই মাদক কারবারীকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আইটপাড়া গ্রাম থেকে আটক করে তাদেরকে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরন করেছে। জুয়েল হোসেন আইটপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে ও জসিম উদ্দিন একই গ্রামের বেপারি বাড়ির মৃত সফি উল্ল্যাহর বেপারির ছেলে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন মাদকসহ দুইজনকে আটক করে মামলা দায়ের পুর্বক আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।