
১২ সেপ্টেম্বর সারাদেশের সাথে ফরিদগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে। শিক্ষার্থীদের কোভিড-১৯’র হাত থেকে সু-রক্ষার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে আপতত ৫ম শ্রেণীর ৭ হাজার শিক্ষার্থীদের জন্য কাপড়ের তৈরি ৭ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত হয়ে এই মাস্ক গ্রহণ করেন। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, শিক্ষা অফিসার মনিরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, মোতালেব হোসেন, প্রেসক্লাবের উন্নয়ণ কমিটির চেয়ারম্যান মামুনুর রশীদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান প্রমূখ।