
আমান উল্লাহ খাঁন ফারাবী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে র্যালী , আলোচনা সভা এবং কেক কাটা হয়।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে ফরিদগঞ্জ পৌরসভায় অবস্থিত ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি শরিফ মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপি’র সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম নান্টু, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব মিঠু প্রমুখ।
অন্যদিকে বিএনপির (একাংশ) সকালে বিএনপির ব্যানারে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ভান্ডারী মহলের তৃতীয় তলায় দলের অস্থায়ী কার্যালয়ে বিএনপির সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।