
চাঁদপুর ফরিদগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড চরকুমিরামৃত মফিকুল ইসলাম মফু পাটোওয়ারীর বসত বাড়ির রাস্তার উপরে ১৬আগস্ট ভোর ৪ ঘটিকায় অর্তকিত হামলায় পিতা মৃত আঃ ছাত্তার পাটোওয়ারীর ছেলে সালাউদ্দিন পাটোওয়ারী প্রকাশ লাট্টু নামে এক ব্যক্তি আহত হন।এই গঠনা নিয়ে সালাউদ্দিন পাটোওয়ারীর ভাই গিয়াস উদ্দিন বাবুল পাটোওয়ারী বাদী হয়ে ১. হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটোওয়ারী পিতা মৃত মাহবুবুল বাশার কালু পাটোওয়ারী. ২.লিটন গাজী পিতা নুরু গাজী ৩. মোঃ রবিন ছৈয়াল পিতা মৃত মজিব ছৈয়াল৪.মোঃ রানা পিতা মফিজ ৫.সাইফুল ইসলাম পিতা অজ্ঞাত ৫জনের বিরুদ্ধে ১৬ আগস্ট রাত ১০ টায় মামলা দায়ের করেন। থানায় দায়েরকৃত অভিযোগ সুত্র ও হামলায় আহত সালাউদ্দিন পাটোয়ারী জানান, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন বাবুল পাটোয়ারীর গ্রামের বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকার চরমথুরা গ্রামের পাশেই বিশাল মাছের ঝিল রয়েছে। মাছের ঝিলটি বাবুল পাটোয়ারীর ভাই সালাউদ্দিন পাটোয়ারী দেখভাল করেন। গত কয়েকদিন ধরে ওই মাছের ঝিল থেকে মাছ ধরা হচ্ছিল। ১৬ আগস্ট সোমবার ভোর রাত চারটার দিকে জেলেদের মাছ ধরা দেখভাল করার সময় মাকসুদুল বাসার বাঁধন পাটোয়ারী নেতৃত্বে একদল লোক সন্ত্রাসী হামলা চালায়। এসময় তারা সালাউদ্দিন পাটোয়ারীকে কুপিয়ে গুরুতর আহত করে । পরে তার চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত অবস্থায় পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে গিয়াস উদ্দিন বাবুল পাটোয়ারী জানিয়েছেন, তিনি বাদী হয়ে মাকসুদুল বাশার বাঁধন পাটোয়ারীসহ ৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি জানান, বাঁধন পাটোয়ারী ইতিপূর্বে তার মাছের ঘের কেটে দিয়ে কেটে দেওয়া সহ নানা সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে। মাছের ঝিলের বাঁধ কাটতে গিয়ে লোকজনের ওপর হামলা করেছেন। এক পর্যায়ে পুলিশের হাতে অস্ত্রসহ আটক হয়েছেন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত বাঁধন পাটোয়ারীকে ফোন দিলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, হামলার ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।