
মামুন হোসাইন :
করোনা মহামারিকালে গণটিকা কার্যক্রমের আওতায় শনিবার (৭ আগস্ট) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌরসভা এবং ১৫টি ইউনিয়নে একযোগে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। সকাল ৮টা থেকে প্রতিটি কেন্দ্রে ৩টি বুথের মাধ্যমে ৬শত লোককে টিকা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা শিউলি হরি জানান ফরিদগঞ্জ উপজেলার গণটিকা কেন্দ্রের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে টিকা নিতে আসা লোকজনকে মাক্স পড়তে দেখা গেছে।মানুষের মধ্যে টিকা দেওয়ার আগ্রহ বাড়ছে। পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ১টি করে ১৬টি কেন্দ্রে একযোগে মোট ৯৬০০ টিকা দেওয়া হয়েছে।