
আমান উল্লাহ খাঁন ফারাবী: জাতীয় পার্টির চেয়ারম্যান’র উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন’র মেঝ ফুফু ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে উনার বয়স ছিল ৭৫ বৎসর। তাঁর নাম খায়েরুননেছা।
৩ আগস্ট (মঙ্গলাবার) ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর ইউনিয়নের কাইতাড়া গ্রামের তাঁর শ্বশুর বাড়ীতে ইন্তেকাল করেছেন।
মৃত্যু সময় তিনি ৩ ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নিজ এলাকায় নেমে আসে শোকের ছায়া
মনিরুল ইসরাম মিলন বলেন, হঠাৎ করে বেলা ২টা ৪৫ মিনিটের সময় খবর আসে আমার মেঝ ফুফু ইন্তেকাল করেন। ইন্না ললিল্লাহি ওয়াইন্না ইলাইহি ররাজিউন। সবাই আমার ফুফুর জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা উনাকে যেন জান্নাতুল ফেরদৌস নিসব করুক। এবং পরিবারের সবাইকে উনার মৃত্যুতে ধৈর্য ধারন করার তৌফিক দান করুক।