
চাঁদপুর প্রতিনিধি: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধ শত গ্রামে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
এই উপলক্ষে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এসব গ্রামে বেশ কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এরমধ্যে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফ ও জেলার ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাটে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিগত ১৯২৮ সালে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই এলাকায় প্রথম দুটি ঈদ, রমজানের প্রচলন করেন। তারপর থেকে এই পীরের অনুসারীরা এমন ধারা অব্যাহত রেখেছেন।