
স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে ফরিদগঞ্জের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লোকমান হোসেন পাটোয়ারী (৭২) আজ সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইলাহি রাজিউন)।
সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদা এবং জানাজা শেষে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যু কালে বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন পাটোয়ারী স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য সহযোদ্ধা ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুহম্মদ সফিকুর রহমান গভীর ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।