
স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ পৌরসভায় করানা কালিণ সময় অসহায়দর মাঝ প্রধানমন্ত্রীরর উপহার ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েেছ। গতকাল বুধবার (১৪ জুলাই) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকায় এই কার্যক্রমের উদ্বাধন করেন পৌর মেয়র ও উপজলা আওয়ামীলীগর সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযােদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এসময় পৌরসভার প্যানল মেয়র আ: মান্নান পরান, মাজহারুল আলম মীরণ, কাউন্সিলর জাহিদুল হাসন বাবুল, সাজ্জাদ হাসন টিটু, উপজলা মহিলা আওয়ামী মহিলা লীগর সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, সহসভাপতি হালিমা বেগম, উপজলা ছাত্রলীগর সভাপতি মাহবুব আলম সােহাগ, যুগ্মসম্পাদক রাজীব মজুমদার, রবিউল হােেসন, পৌর ছাত্রলীগর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।
পৌর কর্তৃপক্ষ জানায়, ভিজিএফ এর আওতায় পৌর এলাকার ৩ হাজার ৮১টি অসহায় পরিবার ১০ কজি চাল পাব।