ফরিদগঞ্জে যশোর হাসপাতাল থেকে পালানো ভারত ফেরত করোনা রোগী আটক

নারায়ন রবিদাস: ভারতীয় করোনা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় যশোর হাসপাতাল থেকে পালানোর ৬ দিন পর ইউনুস গাজী(২৮)কে চাঁদপুর জেলা শহরের বিপনীবাগ এলাকা থেকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। পরে তার সাথে থাকা তার মা, ফুফু ও ফুফাতোবোনসহ সকলকে আইশোলনে ভর্তি করা হয়। এরমধ্যে ফুফু হাজেরা বেগমের করোনা রিপোর্ট পজেটিভ আসায় তাকে শুক্রবার দুপরে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এরআগে ইউনুছের ভাই ইউছুফ গাজী করোনায় আক্রান্ত হয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকাবস্থায় মারা গিয়েছিল।


জানা গেছে, ভারত থেকে চিকিৎসা শেষে ফেরত আসা ইউনছু গাজী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকাবস্থায় তার শরীরে ভারতীয় করোনা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে তাকে যশোরের একটি হাসাপাতালের আইশোলেশনে ভর্তি করা হলে গত ১৩মে সেখান থেকে সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর থেকে সে তার নিজ বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে না এসে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। এক পর্যায়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে বুধবার রাতে পুলিশ চাঁদপুর জেলা শহরের বিপনীবাগ এলাকা থেকে তাকে আটক করে। একই সাথে তার সাথে থাকা তার মা পেয়ারা বেগম(৫৫), ফুফু হাজেরা বেগম(৬০) ও ফুফাতো বোন জেসমিন আক্তার (৪০)কে নিয়ে পুলিশ পাহারায় ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আইশোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরমধ্যে করোনা টেস্ট রির্পোটে ফুফু হাজেরা বেগমের করোনা পজেটিভ আসায় তাকে শুক্রবার চাঁদপুর সদর হাসপাতালের আইশোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে। এর আগে ভারত থেকে চিকিৎসা নিয়ে ফেরা ইউনুছ গাজী ও তার ভাই ইউছুফ গাজী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকাবস্থায় ইউছুপ গাজী মারা যায়।
এদিকে ফরিদগঞ্জের ভারত ফেরত আরো দুইজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে করোনা রির্পোট নেগেটিভ হওয়ায় তারা বাড়ী ফিরছেন ।


এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন ইউনুস গাজীকে আটকের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার দুপুরে জানান, ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে যশোর হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ১৩মে সে পালিয়ে যায়। পরে তাকে অনেক খোঁজা খুঁজি করার পর পরিশেষে বুধবার রাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। একইসাথে পরিবারের অপর সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তির পর একজনের করোনা রিপোর্ট পজেটিভ আসায় শুক্রবার দুপুরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *