বাঙ্গালী জাতির জন্য আর্শিবাদ জম্মে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়র আবুল খায়ের পাটওয়ারী

নবী নোমান: জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, আন্দোলন সংগ্রাম আর নানা নিপিড়ন নির্যাতনের পরেও যে মানুষটি পাক্তিস্তানের কাছে মাথা নত করেনি, যে মানুষটি তাঁর পরিবার ও নিজের জীবনের কথা একবারের জন্য ভাবেনি সেই মানুষটিকে আমরা স্বাধীন বাংলায় বেঁচে থাকতে দেইনি। এই বাঙ্গালী জাতিরই এক কু-চক্রী মহল অন্যের প্ররোচনায় তাঁকে এবং তাঁর পরিবারকে নির্মম ভাবে হত্যা করেছে। আজ সেই মানুষটির আমরা ১০০ বছর জম্ম বার্ষিকী পালন করছি। শুধু আমরা নয়ই পুরো বিশ্ব আজ তাঁকে স্মরণ করছে। পৃথিবীর ইতিহাসে এমন রোজনৈতিক নেতা সৃষ্টি হবে কি না যে মানুষটি একবারের জন্য নিজ স্বার্থের কথা ভাবেনি। তাঁর অন্তর হৃদয় ছিল শুধু বাঙ্গালী জাতির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির আন্দোলন। আর জাতির জন্যই তিনি তাঁর স্বাধীন দেশে জীবন দিতে হলো। শেখ মুজিব খোকা বাবু বঙ্গবন্ধু পর্যন্ত পুরো জীবন দেশের জল্যাণে ব্যয় করেছেন। সুতরাং তার জম্ম হয়েছিল শুধুমাত্র বাঙ্গালী জাতির আর্শিবাদ হয়ে।

ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের আয়োজনে, দলীয় কার্যালয়ে ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০১ জম্ম বাষির্কী উৎযাপন অনুষ্ঠানে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী তিনি তার বক্তব্যে এই কথা বলেন।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে, তার দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে উপজেলা পরিষদের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান। পরে, পৌরসভার সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৌর মেয়র, কাউন্সিলর, কর্মকর্তারা ফুলের শ্রদ্ধা জানান। এই সময় উপজেলা আ’লীগের আলোচনা সভায়, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান, জিএস তছলিম, সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানাসহ যুবলীগ, ছাত্রলীগ, ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *