ফরিদগঞ্জে স্বাধীনতা দিবস, গণহত্যা দিবস ও শিশু দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ ফরিদগঞ্জে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম দিবস, জাতীয় শিশু দিবস-২০২১ ও ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২১ যথাযথভাবে পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  

১১ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদে’র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তসলিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদে’র সাবেক ডেপুটি কমান্ডার শহিদ উল্যাহ তপদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবে’র সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন সহ উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *