
আমান উল্লাহ খাঁন ফারাবী: ফরিদগঞ্জ লেখক ফোরাম’র আয়োজনে ফরিদগঞ্জ আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে সাংবাদিক শাকিল মুশফিকের সঞ্চালনায় পালিত হলো লেখক ও গল্পকার অমৃত ফরহাদ’র গল্পগ্রন্থ ‘রাক্ষসের দেশে ’ ও কবি মো. নুরুজ্জামান’র কাব্যগ্রন্থ ‘বন্ধু’ বইয়ের প্রকাশনা উৎসব।
২৭ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল সাড়ে তিনটায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং কবিতা আবৃত্তি, গান ও বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার সাহিত্যমোদী ব্যক্তিবর্গ।
প্রকাশনা উৎসবে বক্তারা আমাদের বিশ্বাস যে একদিন চাঁদপুরের গণ্ডি ছাড়িয়ে জাতীয় পর্যায়ে এরা তাদের উপযুক্ত স্থান দখল করে নিতে পারবে।
বইয়ের মোড়ক উন্মোচন শেষে অনুষ্ঠান সভাপতি ইলিয়াস বকুল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।