
ফরিদগঞ্জ পৌর নির্বাচনে তিন সাংবাদিক । আসন্ন ১৪ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালটের মাধ্যমে পৌরসভা নির্বাচন। দুটি বড় দল ভোটে অংশ নেওয়ায় বেশ জমে উঠেছে প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে ফরিদগঞ্জে সদরের বাজার সহ অলিগলি ছেয়ে গেছে মেয়র পদপ্রার্থী ও কাউন্সিলরদের মার্কা সম্বলিত পোস্টারে। নির্বাচন কমিশনের বিধিমোতাবেক সবগুলোই সাদা-কালো রঙের। তাই ব্যস্ততম এই পৌর এলাকার সৌন্দর্য অনেকটা বেড়ে গেছে। ভোটোরদের কাছে তাদের প্রতিশ্রুতি আর কর্মসূচি জানাচ্ছেন ছন্দের তালে ও গানে গানে। এরই মাঝে ফরিদগঞ্জ প্রেসক্লাবের তিন সাংবাদিকের নির্বাচনে অংশ গ্রহণে বেড়েছে ভিন্ন উৎসব।
নিজের ওয়ার্ডকে মনের রঙে সাজাতে দক্ষ কাউন্সিলর যাচাই বাছাই নিয়ে চলছে চায়ের চুমুকের সাথে আলোচনা। এর মধ্যে বেশি আলোচিত তিন সাংবাদিকের নাম।
তিন সাংবাদিকই নিজের মনের মাধুরীতে ওয়ার্ড সাজাতে একেছেন কর্মপরিকল্পনা, ভোটারদের মুখের ভালোবাসা নজর কেড়েছে প্রার্থীদের। বিজয়ের স্বপ্ন ঝিল মিল করে চোখের তারায়। এরা হচ্ছেন হচ্ছেন, ৭নং ওয়ার্ডে সাংবাদিক আলী হায়দার টিপু পাঠান (মার্কা টেবিল ল্যাম্প), ৮ নং ওয়ার্ডে সাংবাদিক আমান উল্যাহ আমান (মার্কা ডালিম) ও ১ নং ওয়ার্ডে সাংবাদিক আক্তার হোসেন (মার্কা পানির বোতল)।
গণমাধ্যমকর্মী থেকে জনপ্রতিনিধি হতে চাওয়া এই তিন জনের সাথেই আলাপ চারিতায় তারা জানান, নির্বাচিত হলে নিজের মেধাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ও জনগনের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষে কাজ করে যাবো। এলাকাবাসীর সহযোগিতা নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, কিশোরগ্যাং তথা অপরাধী দমনে কাজ করে যাবো। লেখনির মাধ্যমে যেমন করে তুলে ধরি সমাজের সমস্যা ও সম্ভাবনার কথা। শিক্ষা-মেধা, নীতি-নৈতিকতাকে কাজে লাগিয়ে ওয়ার্ডের উন্নয়নে কাজ করে যাবো।
আশাকরি মানুষ নিজের ওয়ার্ড, গ্রাম, বাড়ি-ঘর তথা প্রতিটি মানুষের উন্নয়নের কথা চিন্তা করে আমাদের নির্বাচিত করবে ইন্শা আল্লাহ।