ফরিদগঞ্জে পুলিশ কর্তৃক উদ্ধারকৃত বোমা নিস্ক্রিয় করা হয়েছে

স্টাফ রিপোর্টার: ফরিদগঞ্জ পৌরসভাধীন চরকুমিরা এলাকা থেকে ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত বোমা নিস্ক্রিয় করেছে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের বোমা নিস্ক্রিয় দল। বৃহস্পতিবার দুপুরে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক সঞ্জয় গুহ এর নেতৃত্বে ছয় জনের একটি দল উদ্ধারকৃত ৪টি বোমা নিস্ক্রিয় করে। ফরিদগঞ্জ থানা অভ্যন্তরে এই বোমা নিস্ক্রিয় করার সময় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন ও পুলিশ পরিদর্শক মো: বাহার মিয়া উপস্থিত ছিলেন। বোমা গুলো নিস্ক্রিয় কালে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।
উল্লেখ. গত ২৫ ডিসেম্বর ভোর রাতে ফরিদগঞ্জ পৌরসভাধীন কুমিরার চর এলাকায় চাষকৃত একটি মাছের ঘেরের বাঁধ কেটে পানি ছেড়ে দিয়ে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে। এমন অভিযোগ পেয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক নাছির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনারস্থলে গিয়ে হাজির হন।
সেখান থেকে যুবলীগ নেতা মাকসুদুর রহমান বাঁধন পাটওয়ারীর কে একটি চাইনিজ কুড়াল, একটি সুইজগিয়ার লম্বা চাকু ও ৪টি বোম সদৃশ্য বস্তুসহ তাকে আটক করে।
পরে পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠিয়ে দেয়। সেই উদ্ধারকৃত বোমাই বৃহস্পতিবার দুপুরে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক সঞ্জয় গুহ এর নেতৃত্বে ছয় জনের একটি দল নিস্ক্রিয় করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *