
স্টাফ রিপোর্টার: ফরিদগঞ্জ পৌর আওয়ামীলীগের মো: লিয়াকত পাটওয়ারী পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নয় প্রেস বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দিলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।
গতকাল মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্যাডে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ ডিসেম্বর সোমবার ফরিদগঞ্জ পৌর আওয়ামীলীগ কর্তৃক পৌর মেয়র মাহফুজুল হককে প্রদান সংবর্ধনা অনুষ্ঠানে মো: লিয়াকত পাটওয়ারীকে পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সভাপতিত্ব করেছেন। কিন্তু পৌর আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন রতনের অকাল মৃত্যুতে পৌর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মজিুবর রহমান পাটওয়ারী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
তাই আগামী দিনে পৌর আওয়ামীলীগের সকল দায়দায়িত্ব ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মজিবুর রহমান পাটওয়ারী পালন করবেন। এই বিষয়ে কেউ বিশৃংখলা করলে তার বিরুদ্ধে সাংগঠনক ব্যবস্থা নেয়া হবে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।