স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন এর শ্বশুর মইনুল হোসেন পন্ডিত (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তোকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত শুক্রবার রাতে রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়ার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফরিদগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী , ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ মাগরিব মরহুমের নিজ বাড়ি পূর্ব কাউনিয়া পন্ডিত বাড়িতে জানাজা শেষে পারবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মইনুল হোসেন পন্ডিতের এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ।
ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিন ইউনিয়নের পূর্ব কাউনিয়া পন্ডিত বাড়িতে পারিবারিক কবরস্থানে মরহুম মইনুল হোসেন পন্ডিতকে দাফন করা হয়।