স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪-তম জন্মদিন উপলক্ষে ফরিদগঞ্জ পৌর মেয়রের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব পৌরসভা কার্যালয়ে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মাহফুজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্মসম্পাদক জসিম পাটওয়ারী, ৮নং ওয়ার্ড আওয়ামীলগের সভাপতি আব্দুর রহিম পাটওয়ারী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারী, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুকবুল হাজী, সম্পাদক মোস্তফা কামাল সুমন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টিপু পাঠান, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ। আলোচনা শেষে মাও. মাহবুবুর রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।