প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফরিদগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার ১২ নং চরদুখিয়া ইউনিয়নের ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে বিএম’র চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুন অর রশীদ (সাগর) এর ব্যক্তিগত উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কেক কাটার আয়োজন করা হয়েছে। সোমবার তিনি নিজেই এই কর্মসূচী উদ্বোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ইউনিয়ন চেয়ারম্যান হাসান আব্দুল হাই, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি( বিআরডিবি) চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজির বৈদ্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের নেতা আরিফুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন, সাবেক পোর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সাখাওয়াত হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আলী আক্কাস, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ রুবাইয়েত প্রমুখ । ৬ জন ডাক্তার দিনব্যাপী গরীব অসহায় রোগীকে চিকিৎসা সেবা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *