স্টাফ রিপোর্টার:
নদীর জোয়ারের পানি সেচ প্রকল্পের অভ্যন্তরে প্রবেশ ও টানা বর্ষণের কারণে সেচ প্রকল্পের অভ্যন্তরে মারাত্মক জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্থ কৃষক ও মাছচাষীদের ক্ষতিপূরণ প্রদান এবং দ্রুত সেচ প্রকল্পের জলাবদ্ধতা দূরকরণে ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন করেছে ফরিদগঞ্জ উপজেলা ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট। সোমবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা। এসময় তারা বলেন, নদীর জোয়ারের পানি স্লইচগেইটের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভিতরে প্রবেশ এবং টানা বর্ষণের কারণে সেচপ্রকল্পের ভিতরে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমন ফসল , শীতকালিন সবজি নষ্ট এবং মাছচাষীদের বিপুল পরিমাণ ক্ষতি হয়। তাই ক্ষতিগ্রস্থ কৃষক ও মাছচাষীদের ক্ষতিপূরণ দেয়া অনিবার্য । একই সাথে দ্রুত সেচ প্রকল্পের অভ্যন্তরের জলাবদ্ধতা দূরকরণে ব্যবস্থা নিতে হবে। মানববন্ধন কালে বক্তব্য রাখেন ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের উপজেলা শাখার সংগঠক মোশারফ হোসেন নান্নু, আব্দুল ওয়াদুদ, বাসদ(মার্কসবাদী) উপজলো সমন্বয়কারী জি এম বাদশা, মৎস্যজীবি নিজাম উদ্দিন, কৃষক আব্দুর রহিম প্রম্খু। মানববন্ধন শেষে মিছিল করে উপজেলা পরিষদ চেয়াম্যান ও উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।