ফরিদগঞ্জ বালিথুবায় ৭০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ জন

স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৭০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ২০শে আগষ্ট বৃহস্পতিবার রাতে মো. আনিসুর রহমান (৩২)কে মাদকসহ আটক করে।

এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক এ. কে. এম. দিদারুল আলম জানিয়েছেন,আমরা গোপন সংবাদ পয়েে ফরিদগঞ্জের বালিথুবার আড্ডাবাড়িতে অভিযান চালিয়েছি। সেখানকারমেৃত আমির হোসেনের ছেলে চিহ্নিত মাদক সম্রাট আনিসুর রহমান কে ৭০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে আনিসুর রহমানের অন্যতম সহযোগী মৃত আবু বক্কর কালু সর্দারের ছেলে মো. কাদির(৩৫) পালিয়ে যায়।

তিনি আরো জানান,আমরা আনুমানিক ৩ লক্ষ টাকা সমমূল্যের মাদক উদ্ধার করেছি। আসামী আনিসুর রহমান ও তার সহযোগী কাদির কে পলাতক দেখিয়ে আমরা ফরিদগঞ্জ থানায় মাদক মামলা দায়েরের করেছি। আমাদের এই ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *