স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী, জেলা বিএনপির সহসভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ২য় মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার উপলক্ষে উপজেলা বিএনপি বিভিন্ন মসজিদে দোয়ানুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও তার পারিবারিক ভাবে বিশেষ দোয়ারও আয়োজন করে।
পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন স্থানীয় বাসষ্ট্যান্ড জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে। এছাড়াও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন এলাকায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। জয়নাল আবেদীনের নিজ বাড়ী পৌর এলাকার বড়ালীতেও দোয়ার আয়োজন হয়।