ফরিদগঞ্জ প্রতিনিধি :
প্রিয়জনদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তী সাংবাদিক নেতা, বহুগুণের অধিকারী, চাঁদপুর প্রেসক্লাবের একাধিকবারের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমান সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার, জাগো নিউজ’র জেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ লেখক ফোরাম’র উপদেষ্টা ইকরাম চৌধুরী।
৮ আগস্ট বিকালে সংগঠনের এক জরুরী সভায় ইকরাম চৌধুরীর ইন্তেকালে ২ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। ফাতেমা আক্তার শিল্পীর সভাপতিত্বে, শামিম হাসান’র সঞ্চালনায় জরুরী সভার বিষয়বন্তু তুলে ধরেন মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদ। সভাশেষে সভাপতি দুই দিনের কর্মসূচি ঘোষনা করেন। আগামী ১৩ ও ১৪ আগস্ট কালো ব্যাজ ধারণ এবং ১৪ আগস্ট বিকালে দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।