ফরিদগঞ্জ মেঘনাপাড় মুক্ত স্কাউট আন্তঃ কুইজ প্রতিযোগীতার সনদ বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি:

ফরিদগঞ্জ মেঘনাপাড় মুক্ত স্কাউট এর আন্তঃ কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়। গতকাল সোমবার (২১ জুলাই) সকালে পৌরসভার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মেঘনাপাড় মুক্ত স্কাউটের সাধারণ সম্পাদক হিতেশ শরমা’র সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, কাউন্সিলর মোঃ জাকির হোসেন গাজী, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, পৌরসভার নকশা কারক মোঃ আল-আমিন, মহিলা কাউন্সিলর খোদেজা আক্তার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সঠিক ভাবে জীবন গড়ার জন্য যেমনি নিতি, নৈতিকতা ও আদর্শের প্রয়োজন তেমনি স্কাউট সদস্যদের মাঝে এই গুনাবলী থাকা একান্ত আবশ্যক। পড়া লেখার পাশাপাশি সকল ছাত্র/ছাত্রীদেরকে স্কাউটে অন্তভুক্ত হওয়া জরুরী। তবে লেখা পড়া বাদ দিয়ে নয়, প্রাতিষ্ঠানিক শিক্ষাকে প্রধান গুরুত্ব দিতে হবে। জীবনের লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। পাশাপাশি উপজেলার বিভিন্ন সামজিক কর্মকান্ডে স্কাউট সদস্যরা যে ভাবে কাজ করে যাচ্ছে, সমাজ উন্নয়নে এটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। পূর্বের ন্যায় আগামী দিনেও এই ধারা আরো বেগবান হয়ে অব্যহত থাকবে বলে আমাদের বিশ^াস। মেঘনাপাড় মুক্ত স্কাউট দেশের স্কাউট অঙ্গনে একটি মডেল হিসাবে প্রতিষ্ঠিত হোক এই আশা ব্যক্ত করেন বক্তারা।
পরিশেষে মেঘনাপাড় মুক্ত স্কাউটের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন অতিথিবৃন্দ। এসময় উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *