মুজিব বর্ষে বৃক্ষ রোপন কর্মসূচী ফরিদগঞ্জ প্রেসক্লাবের স্বদেশপ্রেমের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে ……অ্যাড. জাহিদুল ইসলাম রোমান

ষ্টাফ রিপোর্টার:
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জম্ম শত বার্ষিকী উদ্যাপন কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষ বিতরণ করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাব। সোমবার বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গনে এ বৃক্ষ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। বৃক্ষ বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জাহিদুল ইসলামা রোমান বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়ন, রাজনীতি এবং গণতন্ত্রের অপরিহার্য অংশ। আজকের এ বৃক্ষ বিতরণ কর্মসূচী ফরিদগঞ্জ প্রেসক্লাবের স্বদেশপ্রেমের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, জেলার অপরাপর উপজেলার চেয়ে ফরিদগঞ্জের সাংবাদিকদের সাংবাদিকতার মান অনেক পরিশীলিত। সাংবাদিকদের কল্যাণে যে কোন সময় তাদের পাশে দাঁড়াতে আমি সর্বদা প্রস্তুত। ফরিদগঞ্জ প্রেসক্লাবের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করছি। বক্তব্য শেষে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য হাতে বিভিন্ন ফলদ বৃক্ষ তুলে দেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, সহ-সভাপতি মশিউর রহমান, আমান উল্যাহ, জাকির হোসেন সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিল হাসান, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, সহ-অর্থ সম্পাদক আক্তার হোসাইন, দপ্তর সম্পাদক লিটন কুমার দাস, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, ক্রিড়া সম্পাদক শরীফ হোসেন, সাহিত্য সম্পাদক তাপস চক্রবর্তী, আইসিটি সম্পাদক আবু ছালেহ বারাকাত, নির্বাহী সদস্য মামুনুর রশীদ পাঠান, নুরুন্নবী নোমান, প্রবীর চক্রবর্তী, নারায়ন রবি দাস, এ কে এম ছালাহউদ্দীন প্রমুখ। একই দিন ফরিদগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় মুজিব বর্ষ ও আগামী এক বছরের জন্য প্রেসক্লাব ও সাংবাদিকদের বার্ষিক উন্নয়ণ কর্মসূচী নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *