ষ্টাফ রিপোর্টার::
ফরিদগঞ্জে বন্ধুদের সাথে ইলিশ মাছ খেতে গিয়ে সড়ক দূর্ঘটনায় আসিফ নামের এক কিশোর নিহত। উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নি দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেন ছোট ছেলে আসিফ (১৯) বৃহস্পতিবার মোটর সাইকেল দূর্ঘটনায় মারা যায়।
আসিফের বন্ধু জাহিদুল ইসলাম জানান, তাজা ইলিশ মাছ ভেজে খাওয়ার জন্য সকালে বাড়ি থেকে ৩টি মোটর সাইকেলে ৬ জন বন্ধু মিলে চাঁদপুরের হরিনা এলাকায় যায়। সবাই মিলে সেখানের রেষ্টুরেন্টে ইলিশ মাছ খেয়ে বাড়ী ফেরার পথে ফরিদগঞ্জে আইলের রাস্তার মাথায় দূর্ঘটনার স্বীকার হয়। জাহিদ জানায়, মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায় সহযোগি বন্ধুরা। সেখানে কর্তব্যরত ডাক্তার আসিফকে মৃত ঘোষনা করে।