ষ্টাফ রিপোর্টার:
সামাজিক দুরত্ব না মানা আর সতর্কতার অভাবে ফরিদগঞ্জে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বেড়ে এই সংখ্যা জেলা পর্যায়ের দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হওয়া উপজেলা ফরিদগঞ্জ। আতংক ও আক্রান্ত বিষয় শহর ছাড়িয়ে গ্রামে ছড়িয়ে পড়ছে।
ফরিদগঞ্জে একদিনে সর্বোচ্চ ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১শ’ ৪৪ জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে ফরিদগঞ্জ উপজেলার মোট ২২টি রির্পোট আসে। এর মধ্যে ১৫ জনের রির্পোট পজেটিভ আসে। এরা হলেন, সাহেবগঞ্জ গ্রামের বাবুল হোসেন (৫০), কুলছুমা বেগম (৩৮), লিটন খান (৫০), কামাল হোসেন (৪০), খাজুরিয়া গ্রামের আলী হোসেন (৩৮), সাইদুর রহমান (৩২), ওমর ফারুক (১৪), শিরীন আক্তার (২৩), ফরিদগঞ্জ থানার পুলিশের কনস্টেবল বজলুর রহমান (৪৮), ভাটিরগাও গ্রামের শাহপরান (৩০), ব্র্যাক অফিসের নাজমুল হাসান (৩০), শাশিয়ালী গ্রামের নেয়ামত হোসেন (৩৮), পশ্চিম লাড়–য়ার ফারজানা আক্তার (১৭), রুদ্রগাও আলাউদ্দিন (৬৮), ষোলদানার গ্রামে জামশেদ হোসেন (৪০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, এই পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ৪৫২ জনের, রির্পোট এসেছে ৪১২ জনের । এদের মধ্যে ১’শ ৪৪ জনের পজেটিভ আসে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী বলেন, সামাজিক দুরত্ব বজায় রাখছেন না সাধারণ মানুষ। ফলে বাড়ছে সংক্রামণ।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি বলেন, সরকারের পক্ষ থেকে করোনা বিষয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা আপ্রাণ চেষ্টা করছি বাস্তবায়ন করতে। সাধারনদের বিশেষ সতর্কতার অভাবে এর সংখ্যা বাড়ছে। আক্রান্তদের বিষয়ে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউপি চেয়ারম্যান ও থানা পুশিল অবগত থেকে কাজ করছে।