প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল দূর্যোগ মোকাবেলা করে দেশের উন্নয়ণের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছেন ……..মুহাম্মদ শফিকুর রহমান এমপি

ষ্টাফ রিপোর্টার:
দেশবরেণ্য সাংবাদিক ও স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, শনিবার ফরিদগঞ্জ উপজেলার বেশ কিছু নুতন ব্রীজ রাস্তা ও স্কুল ভবন টেলি কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। উদ্বোধনকালে বলেছেন- মহান আল্লাহর কৃপায় শত সংকটে নানান দূর্যোগ মোকাবেলা করে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে উন্নয়ণের অগ্রযাত্রা নিয়ে যে অঙ্গীকার করেছেন তা বাস্তবে আজ প্রমাণিত। তিনি যতদিন ক্ষমতায় থাকবেন দেশের অগ্রযাত্রা আরোও সমৃদ্ধ হতে থাকবে। তিনি বলেন- এই দেশের মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছেন আজ তা বাস্তবে রূপ নিচ্ছে। বিগত সরকার গুলো এদেশের মানুষের ভাগ্য নিয়ে তামাশা করেছে। তারা সাধারন মানুষের উন্নয়ণে চিন্তা না করে নিজদের ভাগ্য পরিবর্তন করেছে। আওয়ামীলীগ সরকার লুটপাট আর ভোগের রাজনীতি বুঝে না বিধায় আজ নানান দূর্যোগেও দেশের উন্নয়ণে বাঁধা গ্রস্থ্য হচ্ছে না। তিনি বলেন- কোভিড-১৯ করোনা ভাইরাসে সারা বিশ্ব আজ অসহায় হয়ে পড়ছে। কিন্তু মহান আল্লাহর রহমতে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের এই দূর্যোগ মোকাবেলা করেও তাঁর উন্নয়ণের অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছে। এই অবস্থায় দেশের মানুষ যেন বিনা চিকিৎসা বা খাদ্য অভাবে না পড়ে সেই জন্য এইবার একটি সময়পোযোগি জাতীয় বাজেট ঘোষণা করেন। এই বাজেট বাস্তবায়ণ হলে দেশ ও দেশের মানুষের চিত্র পরিবর্তন হয়ে যাবে। আগামীতে ফরিদগঞ্জের উন্নয়ণের আরোও বদলে যাবে। এর আগে সাংসদ মুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের অধীনে ২০১৮-১৯ ও ১৯-২০ এর অর্থ বছরে উপজেলায় নুতন ২৭ টি ব্রীজ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ ও ১৯২০ এর অর্থ বছরে নুতন ২টি ব্রীজ ২টি স্কুল ও ১টি রাস্তা উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, পিআইও মিল্টন দস্তিদার। এছাড়ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সাবেক সদস্য খাজে আহাম্মদ মজুমদার, উপজেলা যুব লীগ নেতা আবু সুফিয়ান, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন আ’লীগ নেতা জিএম তাবাচ্ছুম, রফিুকুল ইসলাম মেম্বার, নজরুল ইসলাম সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *