ফরিদগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ও ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সভাপতি- মোঃ কামরুজ্জামান, সম্পাদক- আঃ ছোবহান লিটন

 

ষ্টাফ রিপোর্টার:
১২ জুন শুক্রবার করোনা পরিস্থিতিরি কারণে ফরিদগঞ্জ প্রেসক্লাবের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী মানবিক সহায়তার মধ্যে দিয়ে পালন করা হয়। এক সাথে এই ঐতিহ্যবাহী সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলন অত্যান্ত সুচারু ভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী পৃথক পৃথক অধিবেশনের মাধ্যমে শান্তিপূর্ন ভাবে সম্পূর্ন সতর্কতার সহিত সামাজিক দুরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনা করা হয়।
সকাল ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি। তিনি প্রেসক্লাবের পক্ষ থেকে সদ্য প্রয়াত সাংবাদিক আবুল হাসনাত এর পরিবারের কাছে আর্থিক অনুদান তুলে দেন।
পরে প্রধান অতিথি তার বলেন, এই দূর্যোগকালীন সময়ে সংবাদ কর্মীদের গুরুত্ব অপরিসীম। সংবাদ কর্মীরা না থাকলে বর্তমান পরিস্থিতির অনেক কিছুই আমাদের অজানা থেকে যেত। সংবাদ কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে বিচরণ করে সংবাদ সংগ্রহ করে। তাই উপস্থিত সকল সংবাদ কর্মীদের উপজেলা প্রসাশনের পক্ষ থেকে অন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মহামারী সময়ে ফরিদগঞ্জ প্রেসক্লাব প্রয়াত একজন সংবাদ কর্মীর পরিবারের পাশে দাড়ানো এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রত্যেকে নিজে সুস্থ্য থেকে পরিবারকে সুস্থ্য রাখতে খুবই সতর্কতার সহিত কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন প্রধান অতিথি। তিনি বলেন, এমন পরিস্থিতিতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটি উৎসব না করে যে মানবিক সয়হায়তা করেছে এটা মনে রাখার মতো কাজ। তাছাড়া এই সংগঠনটির একটি ঐতিহ্য আছে যে অন্য কোন উপজেলা পাওয়া কঠিন। এখনের সংবাদকর্মীরা অত্যান্ত দক্ষ ও সরকারী কাজের সহায়ক ভূমিকা আমাদের মুগ্ধ করে। আমি এই প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করি।
২য় অধিবেশনে সভাপতি নুরুন্নবী নোমান সংগঠনের ১৪ ধারা মতে, ২০২০-২০২৩ সনের নতুন কমিটি গঠন করার প্রস্তাব উপস্থাপন করেন। এতে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থীতা ঘোষনা করেন। উভয় পদে সমঝোতার সুযোগ দিলেও প্রার্থীগন সমঝোতায় একমত না হওয়ায় উভয় পদে গোপন ব্যালটের মাধ্যমে ২২ জন ভোটার তাদের মূল্যবান রায় প্রদান করেন। আনন্দ ও টান টান উত্তেজনার মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন সভাপতি। এতে সভাপতি পদে মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে আঃ ছোবহান লিটন কে বিজয়ী ঘোষনা করা হয়। আগামী ১৯ জুন শুক্রবার নুতন কমিটির শপথ ও দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠিত এবং ২০ জুন ২০২০ থেকে তাদের কার্যকাল শুরু হবে। এসময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *