ফরিদগঞ্জে দৈনিক ইলশেপাড়ে’র ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জে দৈনিক ইলশেপাড়ের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকাল ১০.০০ টায় ফরিদগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের উন্নয়ন কমিটির চেয়ারম্যান মামুনুর রশিদ পাঠান। এ সময় তিনি বলেন, ইলিশের বাড়ী চাঁদপুরে দৈনিক ইলশেপাড় জেলাব্যাপী সর্বসাধারণের কাছে একটি গ্রহনযোগ্য পত্রিকা। এই পত্রিকাটি ১৪ বছর কাল অতিক্রম করে ১৫ বছরে পদার্পন করেছে। ফরিদগঞ্জে এই পত্রিকার যথেষ্ট সুনাম ও পাঠক রয়েছে। এই সুনাম অব্যহত রেখে আগামী দিনে আরো পাঠক সংখ্যা বৃদ্ধি পাবে সেই লক্ষ্যে সকল প্রতিনিধিকে কাজ করতে হবে। পাশাপাশি সকলের প্রতি বিনীত ভাবে অনুরোধ থাকবে সকলে পত্রিকাটি নিয়মিত পড়বেন এবং বিজ্ঞাপন দিয়ে সহযোগীতা করবেন।
ব্যুরো প্রধান নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও প্রতিনিধি নারায়ন রবিদাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক, আমান উল্যা আমান, আবু সায়েদ পাটওয়ারী, মোঃ মশিউর রহমান, আঃ ছোবহান লিটন, আনিছুর রহমান সুজন, শরীফ আহাম্মেদ, জাকির হোসেন সৈকত, নুরুল ইসলাম ফরহাদ, শাকিল মাহমুদ, লিটন কুমার দাস, তাপশ চক্রবর্তী, আবু ছালেহ বারাকাত, আক্তার হোসেন, রুহুল আমিন খান স্বপন, জাহিদ হোসেন, জসিম উদ্দিন, মৃনাল কান্তি, ও জসিম উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *