ভার্চুয়াল মাধ্যমে শুরু করা দেশের অধস্তন আদালতগুলো থেকে বুধবার ১ হাজার ১৩ জন আসামিকে জামিন দেয়া হয়েছে

আইন ও আদালত ডেস্ক, আলোকিত ফরিদগঞ্জ: ভার্চুয়াল মাধ্যমে শুরু করা দেশের অধস্তন আদালতগুলো থেকে বুধবার ১ হাজার ১৩ জন আসামিকে জামিন দেয়া হয়েছে। পাশাপাশি ভার্চুয়াল হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন আরও ৭ জন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বুধবার চ্যানেল আই অনলাইনকে এতথ্য জানিয়েছেন। এর আগে গতকাল ভার্চুয়াল আদালত থেকে আরো ১৪৪ জন আসামিকে জামিন দেয়া হয়।
দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে আদালত বন্ধ থাকায় অনেক আইনজীবী ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য সোচ্চার হন। পরবর্তীতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘ফুল কোর্ট সভা’ থেকে ভার্চুয়াল আদালত পরিচালনা সংক্রান্ত অধ্যাদেশ জারির জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।

সেই প্রেক্ষাপটে ভার্চুয়াল উপস্থিতিকে স্বশরীরে আদালতে উপস্থিতি হিসেবে গণ্য করে “আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ- ২০২০” নামে গত ৯ মে একটি অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।

এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে গত ১০ মে ভার্চুয়াল আদালত সংক্রান্ত কয়েকটি নির্দেশনা জারি করা হয়। যেখানে ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের জন্য আলাদা আলাদা ‘প্র্যাকটিস নির্দেশনা’ দেয়া হয়। এছাড়া আইনজীবীদের জন্য প্রকাশ করা হয় ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’।

এরই ধারাবাহিতায় করোনাভাইরাস কেন্দ্রিক সাধারণ ছুটি ও অবকাশকালীন ছুটি বা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত, হাইকোর্ট ও সারাদেশের অধস্তন আদালতগুলো ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে পরিচালনার জন্য নির্দেশনা জারি করা হয়। এরপর গতকাল থেকে দেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়। সূত্র: চ্যানেল আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *