ফরিদগঞ্জ অফিসার্স ক্লাব অসহায়দের পাশে দাঁড়ালেন

ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির আহ্বানে ক্লাবের সকল সদস্য সাঁড়া দিয়ে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে সমাজের কর্মহীন অসহায় পরিবারের পাশে ত্রাণ সহায়তা নিয়ে দাঁড়ালেন সকল সদস্য তাদের নিজস্ব অর্থ দিয়ে। তারা ফরিদগঞ্জ উপজেলার প্রত্যান্ত এলাকায় গিয়ে বেদে, হিজড়া, প্রতিবন্ধী ও অসহায় ৩ শ’ পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদান করেন।
ক্লাবের সাধারন সম্পাদক উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার জানান, নির্বাহী অফিসার মহোদয়ের আহ্বায়নে ফরিদগঞ্জ অফিসার্স ক্লাবের সকল সদস্য ও সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের বেতনের একটি অংশের আর্থিক সহায়তায়, আমরা দেশের এই ক্লান্তিলগ্নে ফরিদগঞ্জের অসহায়দের মাঝে দাঁড়ানোর চেষ্টা করছি। এ ছাড়াও ফরিদগঞ্জ অফিসার্স ক্লাব সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকান্ডে অংশ গ্রহণ করে থাকে।