ফরিদগঞ্জে এক কিশোরীর করোনায় মৃত্যু বরণ ॥ লকডাউন ৫ বাড়ি

ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি: ফরিদগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এক কিশোরীর মৃত্যু। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট তথা করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করা কিশোরী শারমিন আক্তারের করোনা পজেটিভ হওয়ায় রির্পোট এসেছে। মৃত্যু বরণ করার দিন থেকে উপজেলা ও পুলিশ প্রশাসন তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামের প্রাথমিক ভাবে দুটি বাড়ি প্রাথমিক ভাবে লকডাউন করলেও পরিধি বাড়িয়ে ৫বাড়ি লকডাউন ঘোষণা করে। এদিকে আনোয়ারা বেগম (৭৫) নামে মৃত্যু বরণ করা বৃদ্ধার করোনা নেগেটিভ এসেছে। এই পর্যন্ত ফরিদগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৩ জন। মৃত্যু ১জন।
জানা গেছে, ঢাকা থেকে আগত কিশোরীটি ২২ এপ্রিল বুধবার ভর্তি হওয়ার পর চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু বরণ করে। পরে তার নমুনা সংগ্রহ করে আইইসিডিআরে পাঠানো হয়। গতকাল শনিবার সকালে আসা ৩২ জনের রির্পোটের মধ্যে শারমিনের রির্পোট পজেটিভ আসে। অন্যগুলো নেগেটিভ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, শারমিনের মৃত্যুর দিনই ওই গ্রামের দুটি বাড়ি এবং পরবর্তীতে কন্ট্রাক ট্রেসিং করে ৫ বাড়ি লকডাউন করা হয়।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, নমুনা পজেটিভ আসার পর থানা পুলিশ যেয়ে আরো তথ্য নিয়ে আসে এবং লকডাউন কঠোর ভাবে পালনের নিদের্শনা দিয়ে আসে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি জানান, মৃত শারমিনের কন্ট্রাক ট্রেসিং করে ওই বাড়ীর ৫জনের নমুনা এবং ফরিদগঞ্জের একটি হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হওয়ায় তার সংষ্পর্শে আসা হাসপাতালে একজনের নমুনা সংগ্রহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *