ফরিদগঞ্জ ব্যুরো : চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নীকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার গভীর রাতে উপজেলার উপজেলার ৫নং গুপ্টি পুর্ব ইউনিয়নের আষ্টা বাজারে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায়, আষ্টা বাজারের দক্ষিন বাজারে রোববার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়। এতে স্বর্ণালংকার, কাপড়ের দোকান, কসমেটিকস , লাইব্রেরীসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। যাতে অন্তত ৪০ লক্ষ টাকার ক্ষতি হয় বলে তারা জানায়। ফায়ার সার্ভিস ষ্টেশনের কোন টিম না গেলেও স্থানীয় লোকজন প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সংবাদ পেয়ে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এবং বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।