
ফরিদগঞ্জ ব্যুরো, আলোকিত ফরিদগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে তাঁর জীবনের প্রায় পুরোটাই এদেশের মানুষের মুক্তির জন্যে বিলিয়ে গেছেন। ফলে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক বলে জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। তিনি পৌর এলাকার ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অমর একুশে ভাষা শহীদ দিবসের এক আলোচনা সভায় এ কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়ের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, অভিভাবক সদস্য মাসুদুর রহমান ভঁূইয়া, জাহিদুল ইসলাম বাবুল ও ছাত্রলীগ নেতা রবিউল হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের শিক্ষার্থীদের শহীদ দিবসের তাৎপর্য বোঝাতে হবে। না হলে কেনো সালাম-বরকত-রফিক-জব্বাররা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিলো তার ইতিহাস ভালোভাবে অনুধাবন করতে পারবে না। আমাদের শিক্ষার্থীদের জানতে হবে পৃথিবীতে হাজার হাজার ভাষা থাকলেও একমাত্র বাঙালিরাই তাদের মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে।