নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ‘গ্লোবাল হেলথ ইমার্জেন্সি’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২১৩ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক, আলোকিত ফরিদগঞ্জ: নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ‘গ্লোবাল হেলথ ইমার্জেন্সি’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জেনেভায় জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্থাটির কর্মকর্তারা। তারা জানান, চীন ছাড়াও অন্যান্য দেশগুলোতে ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এমন সতর্কাবস্থা জারি করা হয়েছে। এরই মধ্যে চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২১৩ জন। সংক্রমণ ছড়িয়েছে প্রায় ১০ হাজার মানুষের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য দেশগুলোতে আক্রান্ত ব্যক্তির মধ্যে স্পষ্ট লণ নাও দেখা যেতে পারে। আর এই বিষয়টিকেই সবচেয়ে উদ্বেগের বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত ১৮টি দেশে এই ভাইরাসে ৯৮ জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে বলা হয়, চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে অপর জনের মৃত্যু হয়।
কমিশন জানায়, এই প্রথম তিব্বতেও এক ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
নতুন করে যে এক হাজার ৭শ’ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে প্রায় এক হাজার ৩২ জনই হুবেই প্রদেশের বাসিন্দা।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্স ভাইরাসের মতো এ ভাইরাসের মহামারির ক্ষেত্রেও জোরালো পদক্ষেপ নিতে সকল সরকারকে সতর্ক করে দিয়েছে।
এ ভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্রস্থল থেকে বুধবার কয়েকশ’ বিদেশি নাগরিককে সরিয়ে নেয়া হয়।
ফিনল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের এক ডজনেরও বেশি দেশে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *