ফরিদগঞ্জ ব্যুরো: ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিনে কর্মসূচী শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করেন। পরে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি ও ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, উপজেলা আ. লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর এম. তবিব উল্ল্যাহ। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক হাজী শফিক, মহিউদ্দিন ভূইয়া ইরন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমরান হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আলমগীর পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ নেতৃত্ববৃন্দ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প-মাল্য অর্পণ করে আলোচনা সভা শেষে র্যালী করে দিনের কর্মসূচী শেষ করা হয়।