চাঁদপুর ব্যুরো : চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ১০ জন কর্মী আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলিকে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় সংঘর্ষের সৃষ্টি হয়। খোকনের অনুসারীদের অভিযোগ, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির অনুসারীরা তাকে পিটিয়ে আহত করেছে। এরপরই দুপক্ষের মধ্যে শুক্রবার রাতে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া করে এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। বন্ধ হয়ে যায় ব্যস্ততম কুমিল্লা-চাঁদপুর, হাজীগঞ্জ-রামগঞ্জ ও হাজীগঞ্জ-গৌরিপুর সড়কে সকল যান চলাচল। প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ থাকে।
অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মজুমদার এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলী খোকন বলি গ্রুপের কর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ছাত্রলীগের দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকটি মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। এছাড়াও হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ গাউছিয়া হাইওয়ে হোটেলের গ্লাস ভাঙচুর করা হয়েছে।