ফরিদগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীর উপর দুই বখাটের হামলা

ফরিদগঞ্জ ব্যুারো: ফরিদগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে মাদ্রসা দশম শ্রেণীর শিক্ষার্থী আমেনা আক্তার (১৬) উপরে হামলা করেছে দুই বখাটে। এসময় স্থানীয় লোকজন বখাটের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। আমেনার শারীরিক অবস্থার অবনতি দেখে দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়। স্থানীয় লোকজন বখাটে পারভেজ হোসেন ও হৃদয় হোসেন কে আটক করে পুলিশের কাছে হস্তান্ত করেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলা গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ^ বিদ্যালয়ে কলেজের সামনে।
স্থানীয় লোকজন জানান, আমেনা গৃকালিন্দিয়া মোহাম্মদিয়া মহিলা মাদ্রসার দশম শ্রেনীর শিক্ষার্থী। সে সকালে কোচিং শেষ করে মাদ্রাসা যাওয়ার পথে, গৃদকালিন্দিয়া হাই স্কুলের দশম শ্রেনীর দুই বখাটে ছাত্র পারবেজ হোসেন পিতা আমির হোসেন ও হৃদয় হোসেন পিতা জয়নাল আবদিন সাং সাহেবগঞ্জ আমেনার সাথে অশ্লীল আচরন করে। এসময় আমেনা এর প্রতিবাদ করলে পারভেজ ও হৃদয় তাকে মারধর করতে থাকে। পরে স্থানীয় লোক ছাত্রীটি উদ্ধার করে এবং বখাটে পারভেজ ও হৃদয়কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এবিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব জানান, বিষয়টি জেনে তাৎক্ষণি পুলিশ পাঠিয়ে ছেলে দুইটি আটক করে নিয়ে আসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *