ফরিদগঞ্জ ব্যুরো :আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের ২৫ নভেম্বর মুক্তিযোদ্ধের প্রচন্ড প্রতিরোধের মুখে পাকিস্তান বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। স্থানীয় মুকিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রচন্ড প্রতিরোধে মুখে তারা সর্ব শেষ এই দিন উপজেলা ভাটিয়ালপুর চৌরাস্তায় নামক স্থানে মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে পড়ে। সেখানে থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকি বাহিনী সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পিছু হটে। এই সময় পাকি বাহিনীর গুলিতে বেশ কয়েকজন সাধারণ মানুষ মৃত্যবরণ করে। দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচীর আয়োজন করে মুক্ত দিবস উদ্যাপন কমিটি।
ফরিদগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তি দিবস উদ্যাপন কমিটি বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী , শহীদ মিনারস্থ শহীদ স্মৃতি বেদীতে পুষ্পমাল্য অপর্নের পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক এমপি শহীদ পরিবারের সন্তান ড. মোহাম্মদ শামছুল হক ভ‚ঁইয়া ও বিশেষ অতিথি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, যুদ্ধাহত মুক্তিযুদ্ধা এমএ ওয়াদুদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সহিদ উল্যাহ তপদার উপস্থিত থাকবেন। #