আজ ফরিদগঞ্জ উপজেলা সমিতির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার শেখ রাসেল ছাত্রাবাসেরও উদ্বোধন

ফরিদগঞ্জ ব্যুরো : ঢাকাস্থ ফরিদগঞ্জ উপজেলা সমিতির উদ্যোগে ২০১৯ সালে এসএসসি ও সমমান এবং এইচএমসি ও সমমান এবং ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা , বিশেষ সম্মননা সনদ এবং শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃআবদুল মান্নান। ঢাকাস্থ চাঁদপুর ও ফরিদগঞ্জ উপজেলা সমিতির সভাপতি সাবেক এমপি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভ‚ঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার । সমিতির সাধারণ সম্পাদক এ বি এম শাহ্ আলম সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করেছেন।
এদিকে একই দিন ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের শেখ রাসেল ছাত্রাবাসের শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃআবদুল মান্নান। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খান সকলকে আহবান জানিয়েছেন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *