বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা একটি ভিন্ন মাত্রায় অবস্থান করে …… ফরিদগঞ্জ মুক্ত দিবসের আলোচনায় সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভ্ূঁইয়া

ফরিদগঞ্জ ব্যুরো : ফরিদগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্ত দিবস উদ্যাপন কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শহীদ মিনারস্থ শহীদ স্মৃতি বেদীতে পুষ্পমাল্য অর্পনের পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও আ’লীগের জাতীয় কমিটির সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভ‚ঁইয়া ।
উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা একটি ভিন্ন মাত্রায় অবস্থান করে। চাঁদপুর জেলার মধ্যে সর্বপ্রথম ফরিদগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়েছিল। এর কারণ ১৯৭১ সালে ফরিদগঞ্জ উপজেলার বীরমুক্তিযোদ্ধারা এবং আপামোর জনগণ ¯^াধীনতার প্রশ্নে এক ও ঐক্যবদ্ধ হয়েছিল। আর এই গৌরব গাথা ইতিহাসের জন্য আমরা ফরিদগঞ্জবাসী প্রতিবছর ফরিদগঞ্জ মুক্ত দিবস পালন কালে বীরসেনানীদের স্মরণ করি। তিনি আরো বলেন, আমরা যারা আওয়ামী লীগ করি তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আর্দশে ও জননেত্রী প্রধান মন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বকে বিশ্বাস এবং বুকে ধারণ করেই । আমি যতদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি, চেষ্টা করেছি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের অধিকার আদায়ে সচেষ্ট থাকা। তাই বর্তমানে যারা জনপ্রতিনিধি বিশেষ করে নৌকা প্রতীক নিয়ে জনপ্রতিনিধি হয়েছেন, তাদেরও একই ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভাল সুসম্পর্ক বজায় রাখা। আমরা যদি তাদের দুরে ঠেলে দেই তবে দল তাতে ক্ষতিগ্রস্থ হবে।
বিশেষ অতিথি হিসেবে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযুদ্ধা এমএ ওয়াদুদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বক্তব্য রাখেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্যাহ তপদারের পরিচালনায় জেলা মুক্তিযোদ্ধা সংষদের ডেপুটি কমান্ডার হাফিজ খান, সহকারি কমান্ডার ইয়াকুব ঢালী, উপজেলা সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যা, উপজেলা যুব লীগের পক্ষে মহিউদ্দিন ভ‚ঁইয়া ইরান, ¯ে^চ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ। আলোচনা সভা ও র‌্যালীতে বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করেন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *